কবিতাঃ সিগারেটের আগুন

232
Madob Dutta-মাধব দত্ত

মাধব দত্ত

যে আগুন জ্বেলে ছিলে তুমি
সিগারেট মুখে নিয়ে
সেই আগুন লাগবে তোমার মুখে
মৃত্যু তোমাকে যাবে নিয়ে ।

কত দিয়ে তুমি পেয়েছো জীবন
কত দিয়ে পেয়েছো পৃথিবী ?
নেশা আর সিগারেটের আগুন
নিবে কাড়ি তোমার সবি।

কত মানুষ হারিয়েছে তাদের সবি
দেওয়ালে নেই তাদের ছবি।
সিগারেটের হাত ধরে তুমি
ছাড়ছ নিজের আশা-ভরসা দাবি।

তাই বলি হে নবীন যাত্রী
তোমরাই এই জগতের ধাত্রী।
সিগারেটের আগুন যেন
তোমাদের মুখে না লাগে,

এই প্রার্থনা করি তোমাদের পদে।
যে আগুন তুমি জেলেছ সিগারেটে
সে আগুন জ্বালাও নিজের প্রাণে।
সেই আগুন একদিন সূর্য হবে
আলো দেবে পৃথিবী কোনে কোনে।

লেখকঃ শিক্ষার্থী , ৯ম শ্রেণী, বয়স – ১৫,  ডি.বি. ইউনাইটেড হাইস্কুল, ব্রহ্মরাজপুর, সাতক্ষীরা।