কবিতাঃ শুধু বর্ষা এলে, তুমি আসো

37
গাজী আবদুর রহিম

গাজী আবদুর রহিম

শুধু তুমি নেই বলে আজ
তোমার কবরে বৃষ্টির পানি গড়িয়ে পড়ে,
নড়বড়ে বাঁশের চেলি, ওপাশে শিয়ালের বাসা
আনাগোনা চলে আমার পুরো বাঁশবন জুড়ে।

কখনও বাঁশের চেলি সরিয়ে দিয়ে
ঢুকে পড়ি কবরে, পলিথিন হাতে
মরা আমাবস্যার ঘনকালো বর্ষার রাতে,
বৃষ্টি বড় ভালোবাসতে তুমি, আর কদমফুল।

এখন তোমাকে খুব অনুভব করি
আর সেই হুড তোলা রিক্সা
ছুটে চলা শহরের অলিগলি ,
কখনও নদীর খুব কাছ দিয়ে

হেঁটে চলা দুজনের হাতে হাত রেখে
খুব ভালো থেকো তুমি
ওপারেতে, একাকী।