এই দিনেই বীরশ্রেষ্ঠ মতিউর রহমান শহীদ হন

8

ডেস্ক : আজ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী। ১৯৭১ সালের ২০ আগস্ট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে শাহাদাতবরণ করেন তিনি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীরশ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তাদের মাঝে তিনি অন্যতম।

১৯৪১ সালের ২৯ নভেম্বর পুরান ঢাকায় পৈতৃক বাড়ি মোবারক লজে জন্মগ্রহণ করেন মতিউর রহমান। তার বাবা আবদুস সামাদ, মা সৈয়দা মোবারকুন্নেছা খাতুন। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ষষ্ঠ শ্রেণি পাস করে সারগোদায় পাকিস্তান বিমানবাহিনী পাবলিক স্কুলে ভর্তি হন তিনি। এরপর ৬১ সালে বিমানবাহিনীতে যোগ দেন। ৬৩ সালের ২৩ জুন ফ্লাইট ব্রাঞ্চে কমিশন লাভ করেন। ৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ফ্লাইং অফিসার অবস্থায় কর্মরত ছিলেন। এরপর মিগ কনভার্সন কোর্সের জন্য পুনরায় সারগোদায় যান

১৯৬৭ সালের ২১ জুলাই একটি মিগ-১৯ বিমান চালনার সময় আকাশে সেটা হঠাৎ বিকল হয়ে গেলে অত্যন্ত দক্ষতার সাথে প্যারাস্যুটযোগে মাটিতে অবতরণ করেন তিনি। মতিউর রহমান পাকিস্তানের করাচির মশরুর বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণ উড়োজাহাজ নিয়ে পালিয়ে আসার চেষ্টা করার সময় ভারতীয় সীমান্তের ৩৫ মাইল দূরে থাট্টায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থল থেকে প্রায় আধা মাইল দূরে তার মৃতদেহ পাওয়া যায়