কবিতা: উপদেশ

32

রুহুল আমিন লেমন

সত্য কথা বলবে সবাই

মিথ্যা কথা নয়,

সৎ পথে চলবে সবাই

অসৎ পথে নয়।

ন্যায় কাজ করবে সবাই

অন্যায় কাজ নয়,

সদাচরণ করবে সবাই

অসদাচরণ নয়।

পরিষ্কার – পরিচ্ছন্ন

থাকবে সকল সময়,

অপরিষ্কার – অপরিচ্ছন্ন

থাকবেনা একবিন্দু সময়।

বড়দের সম্মান করবে

অসম্মান নয়,

ছোটদের স্নেহ করবে

অস্নেহ নয়।

চরিত্রবান হবে সবাই

চরিত্রহীন নয়,

আল্লাহকে স্মরণ করো

তাতে নেকি হয়।