আশাশুনিতে বীরমুক্তিযোদ্ধা কওছার গাজী পরলোকগমন: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

22

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের সাবেক গ্রাম পুলিশ মৃত ফজর গাজীর পুত্র বীরমুক্তিযোদ্ধা কওছার গাজী (৮৩) আর নেই (ইন্নালিল্লাহি—–রাজিউন)।

একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন যাবত পড়িত থেকে রবিবার যোহর নামাজের পর তার নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার দুপুর ১২টায় ফাকরাবাদ ঈদগাহ মাঠে নামাজে জানাজা ও গার্ড অফ অনার প্রদান শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাজা ইমামতি করেন, ফাকরাবাদ হাফিজীয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মফিজুল ইসলাম।

এসময় আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, এসআই বিজন কুমার সরকার সহ সঙ্গীয় ফোর্স, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান মন্টু সরদার, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল সহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।