আশাশুনিতে বিশ্ব খাদ্য দিবসে র‌্যালী ও আলোচনা সভা

19

সোহরাব হোসেন, বিশেষ প্রতিনিধি:
বিশ্ব খাদ্য দিবস- ২০১৮ উপলক্ষে আশাশুনিতে র‌্যালী, আলোচনা সভা ও পিঠে উৎসব করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। সমাজ সেবা অফিসার ইমদাদুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমবায় অফিসার আনছারুল আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, শোভানালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ। পরে পরিষদ চত্বরে হরেক রকম পিঠা, ভাজা দ্রব্য ও ফল-সবজী-তরকারি প্রদর্শণী ও বিক্রয় করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ বিভাগ ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ কাচা ফল-তরি তরকারি, পিঠা ও ভাজা দ্রব্যের মেলার আয়োজন করে।