আকাশসীমা লংঘন ক‌রে‌ছে মিয়ানমা‌রের হে‌লিকপ্টার

15
আকাশসীমা লংঘন ক‌রে‌ছে মিয়ানমা‌রের হে‌লিকপ্টার
আকাশসীমা লংঘন ক‌রে‌ছে মিয়ানমা‌রের হে‌লিকপ্টার

বান্দরবা‌নের আলীকদম সীমা‌ন্তে মিয়ানমা‌রের হে‌লিকপ্টার বাংলা‌দেশ আকাশসীমা লংঘন ক‌রে‌ প্রায় দেড় কি‌লো‌মিটার ভিত‌রে প্রবেশ ক‌রে‌ছে। বৃহস্প‌তিবার সকা‌লে সা‌ড়ে দশটায় এ ঘটনা ঘ‌টে।

বি‌জি‌বি জানায়, বৃহস্প‌তিবার সকা‌লে আলীকদম সীমা‌ন্তের ইয়ংরায় পাড়া এলাকায় ৬৭ ও ৬৮ নাম্বার সীমান্ত পিলা‌রের কাছ দি‌য়ে প্রায় দু’হাজার ফুট উপর দি‌য়ে হে‌লিকপ্টারটি বাংলা‌দেশ সীমানা লংঘন ক‌রে দে‌শের দেড় কি‌লো‌মিটার ভিত‌রে প্রবেশ ক‌রে।

৩০ সে‌কে‌ন্ডের মতো এটি বাংলা‌দে‌শের সীমান্তের উপর দেখা যায়। তারপর পুনরায় মিয়ানমার সীমা‌ন্তের দিকে চ‌লে যায়। তাৎক্ষ‌নিক বিষয়‌টি নি‌শ্চিত হওয়া না হওয়া গে‌লেও পরবর্তী‌তে নি‌শ্চিত হওয়া গেছে সীমা‌ন্তের ওপা‌রে মিয়ানমা‌রের কো‌নো সীমান্তরক্ষীর ক্যাম্প নেই।

‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বি‌জি‌বি বান্দরবান সেক্ট‌রের কমান্ডার ক‌র্ণেল ইকবাল হো‌সেন জানান, মিয়ানমারের হে‌লিকপ্টার বাংলা‌দে‌শের আকাশসীমা লংঘ‌নের বিষয়‌টি আমরা নি‌শ্চিত হ‌য়ে‌ছি।

প্রায় ত্রিশ সে‌কেন্ড বাংলা‌দে‌শের সীমানায় দেখা‌গে‌ছে হে‌লিকপ্টার‌টি। কী কার‌ণে হে‌লিকপ্টার‌টি সীমানা পে‌রি‌য়ে ছিল নি‌শ্চিত হওয়া যায়‌নি। এটি প্রায় ২ হাজার ফুট উচু‌তে ছিল। ধারণা করা হ‌চ্ছে ভুলবশত সীমানা পে‌রি‌য়ে‌ছে। কারণ ওই অঞ্চ‌লে মিয়ানমা‌রের কো‌নো সীমান্ত ক্যাম্প নেই। তারপরও আমরা বিষয়‌টি ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। শুক্রবার আনুষ্ঠা‌নিকভাবে মিয়ানমার‌কে এ ব্যাপারে প্রতিবাদ জানা‌নো হ‌বে।