৮১ বছর ইমামতি, শতবর্ষী ইমামকে সংবর্ধনা

160
৮১ বছর ইমামতি, শতবর্ষী ইমামকে সংবর্ধনা
৮১ বছর ইমামতি, শতবর্ষী ইমামকে সংবর্ধনা

অনলাইন ডেস্কঃ গফরগাঁওয়ে একই মাঠে ৮১ বছর ইমামতি করায় ১০১ বছর বয়সি ইমাম মাওলানা নূরুল ইসলামকে সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। শুক্রবার বিকালে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

জানা যায়, ৮১ বছর ধরে নিগুয়ারী মধ্যপাড়া গ্রামের ঈদগাঁ মাঠে ইমামতি করেন মাওলানা নূরুল ইসলাম। দীর্ঘ ৮১ বছর ইমামতি করতে গিয়ে ওই ইমামের সঙ্গে এলাকার মানুষের নিবিড় সম্পর্ক তৈরি হয়। স্থানীয় দিশারী নামের সামাজিক সংগঠনের আয়োজনে প্রিয় মানুষটিকে সংবর্ধনা দেন এলাকার সব শ্রেণি-পেশার মানুষ।

১০১ বছর বয়স্ক ইমাম মাওলানা নূরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও নগদ ৬ লাখ টাকা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা, নিগুয়ারী মধ্যপাড়া ঈদগাঁ মাঠের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক মতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।