অনলাইন ডেস্ক: চার ঘণ্টা পর বনানীর চেয়ারম্যান বাড়ি রোডে আনন্দ টিভির ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার দুপুর ১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) দেবাশীষ বর্ধন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতরে প্রচণ্ড (হিট) তাপ ও ধোঁয়া রয়েছে। ভেতরে আমাদের টিম কাজ করছে এখনও।
শনিবার সকালে ছয় তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। ভবনটির দ্বিতীয় তলায় আনন্দ টিভির অফিস রয়েছে।