বয়স ৪০ ছুঁই ছুঁই। এই ‘বুড়ো’ বয়সেও ক্রিকেটে ফিরতে চান আব্দুল রাজ্জাক। দীর্ঘ চার বছর আড়ালে থাকার পর আবার প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরছেন তিনি। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সামনের মৌসুমে ৩৮ বছর বয়সী অলরাউন্ডার খেলবেন পিটিভির হয়ে।
২০১৪ সালে শেষবার খেলেছেন প্রথম শ্রেণির ম্যাচ। সেবার তার দল জেডটিবিএল অবনমনে চলে গেলে দ্বিতীয় বিভাগে, দলের ব্যর্থতায় রাজ্জাকও ছেড়ে দেন প্রথম শ্রেণি ক্রিকেট।
ক্রিকেটে প্রত্যাবর্তনে কি আবার জাতীয় দলে ফেরার মিশনে নামছেন রাজ্জাক? না, পাকিস্তানি অলরাউন্ডার নিশ্চিত করেছেন, জাতীয় দল নয়, বরং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার ইচ্ছা থেকেই ক্রিকেটে ফিরছেন নতুন করে।
পাকিস্তানি দৈনিক ‘ডেইলি এক্সপ্রেসকে নিজের লক্ষ্যের কথা শুনিয়েছেন রাজ্জাক, ‘এই মৌসুমে পিটিভির অধিনায়কত্ব করব আমি। এই মুহূর্তে আমি শতভাগ ফিট। পাকিস্তান কাপ, যেখানে শুধুমাত্র ৯৪ রান করেই নয়, বল হাতে ১ উইকেট নিয়ে প্রমাণ করেছি আমি কতটা ফিট।’
তিনি আরও বলেন, আশা করছি ঘরোয়া মৌসুমের পারফরম্যান্স আমাকে সামনের পিএসএলে জায়গা পাইয়ে দেবে। ইতিমধ্যে নির্বাচকদের আমি জানিয়েছি, আমার ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে। আমরা সিদ্ধান্তে পৌঁছেছি, যদি ঘরোয়া মৌসুমে আমার ফর্ম ও পারফরম্যান্স আশা জাগানো হয়, তাহলে পরের পিএসএলের খেলোয়াড় ড্রাফটে আমি থাকব।
রাজ্জাক পাকিস্তানের জার্সিতে সর্বশেষ খেলেছেন ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওয়ানডে ফর্মেটে ২৬৫ ম্যাচ খেলে ৫,০৮০ রান সংগ্রহ করার পাশাপাশি ২৬৯টি উইকেট নেন এ অলরাউন্ডার। টেস্টের সাদা পোশাকে ৪৬ ম্যাচে ১,৯৪৬ রানের পাশাপশি শিকার করেন ১০০ উইকেট। টি-টোয়েন্টির ৩২ ম্যাচে ব্যাট হাতে ৩৯৩ রান সংগ্রহ করার পাশপাশি শিকার করেন ২০ উইকেট।