২৫ মার্চ একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের ওপর এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত কেশবপুরে

35
২৫ মার্চ একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের ওপর

আজিজুর রহমান, কেশবপুর থেকে: ২৫ মার্চ একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের ওপর এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভা কক্ষে।

শনিবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বজলুর রহমান সরদারের সভাপতিত্বে ও আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভোমরা স্থলবন্দরে কর্মরত উপ-পরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সামছুর রহমান, আব্দুল্লাহ সিদ্দিকী, সমাজ সেবক ও কবি ইব্রাহিম রেজাসহ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্য থেকে ৫ জন ছাত্রী বক্তব্য রাখে।

সভায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ ও আলোকিত সমাজ গঠনে শিক্ষার্থীদেরকে মনোযোগী ও অনুপ্রাণিত করতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করা হয়।