অনলাইন ডেস্ক ।। কম খরচে অর্থ উপার্জন করতে চান? বেশি নয়, মাত্র ২৫ পয়সা বিনিয়োগ করে পেতে পারেন দেড় লাখ টাকা। সম্প্রতি ভারতীয় প্রতিষ্ঠান ইন্ডিয়ামার্ট ডট কম দিয়েছে এই লোভনীয় অফার।
ইন্ডিয়ামার্ট একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৫ পয়সার কয়েন থাকলে আপনি হতে পারবেন লাখপতি। এর জন্য সেই কয়েনের স্পষ্ট ছবি তুলে ইন্ডিয়ামার্টের ওয়েবসাইটে আপলোড করতে হবে।
তবে এক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে ইন্ডিয়ামার্ট। কয়েনের রং রুপালি হতে হবে বলে জানিয়েছে ইন্ডিয়ামার্ট। এক্ষেত্রে ক্রেতারা দরদাম করবে। ইন্ডিয়ামার্ট এই মুহূর্তে ১০ কোটি ক্রেতা ও এবং ৬০ লাখের বেশি সাপ্লাইয়ার জোগাড় করেছে। যাদের কাছে দাম উঠেছে দেড় লাখ টাকা।
২৫ পয়সার পাশাপাশি, ৫ এবং ১০ পয়সা থাকলেও লাখ টাকা রোজগার করতে পারবেন বলে জানিয়েছে ইন্ডিয়ামার্ট।
নিশ্চয়ই ভাবছেন কেন এই সামান্য ২৫ পয়সার বদলে এতো টাকা অফার করা হচ্ছে। কারণ হিসেবে ইন্ডিয়ামার্ট জানিয়েছে, এই মুদ্রা এখন অ্যান্টিক। তাই বাজারে এর মূল্য বেড়ে গেছে।