২২ বছর পর শ্বশুর বাড়িতে নায়িকা মৌসুমি!

281

বিনোদন ডেস্ক:২২ বছরের সংসার জীবনে এই প্রথম শ্বশুরবাড়িতে গেছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। ১৯৯৬ সালে চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই নায়িকা।

এরপর দীর্ঘ দুই যুগ কেটে গেলেও আর শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি মৌসুমীর। তার একমাত্র কারণ পেশাগত কাজ ও স্বামী সংসার নিয়ে ঢাকাতেই ব্যস্ত থেকেছেন তিনি।

তবে অবশেষে বরিশালের গৌরনদী এলাকার শ্বশুরবাড়িতে গেলেন মৌসুমী। অবশ্য এবারো সেখানে বেড়াতে যাননি তিনি। স্বামী ওমর সানীর সঙ্গে স্থানীয় একটি ফ্যাশন হাউসের উদ্বোধনের জন্যই গেছেন সেখানে। একই সফরে ঘুরতে যান ওমর সানীর পৈতৃক বাড়িতেও।

এই প্রসঙ্গে ওমর সানী বলেন, বরিশালে গিয়ে মৌসুমীর একটু বেশিই যত্ন নিতে হয়েছে। কারণ মৌসুমী বরিশালের বউ। অনেক মজা করেছি আমরা।

এদিকে আমাদের আসার খবর পেয়ে এলাকার প্রচুর মানুষ ভীড় করেছে। সবার ভালোবাসা দেখে অভিভূত হয়েছি। ইচ্ছা ছিলো আরো কয়েক দিন থাকবো। কিন্তু ব্যস্ততার কারণে সেটা হয়ে উঠেনি। আবারো ঢাকায় ফিরে আসতে হলো দু’জনকে।