১৫ তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি শিগগিরই

60

অনলাইন ডেস্ক: প্রথম থেকে ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সম্মিলিত মেধা তালিকা প্রকাশের কাজ শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এবার শুরু হয়েছে ১৫তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া।

এনটিআরসিএ সূত্র জানায়, পঞ্চদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি আগামী মাসের শুরুর দিকে প্রকাশ হতে পারে। এনটিআরসির সদস্য মো. হুমায়ুন কবির এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫তম নিবন্ধন পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।

তিনি আরো বলেন, শিগগিরই বিজ্ঞপ্তি জারি করা হবে। বিজ্ঞপ্তি জারির দুই মাস পরে প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করা হবে। ইতোমধ্যে আমরা পরীক্ষার বিজ্ঞপ্তি তৈরি করেছি। আদালতের নির্দেশে প্রতিবছর নিবন্ধন পরীক্ষার আয়োজন করা হবে।