১০০ পরিবারের খাদ্য বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধন”

50

শেখ মশিউজ্জামান ।। তালা উপজেলার খলিষখালি ইউনিয়নের একটি স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধন” যেটি এসএসসি ৯৫ সালের ব্যাচ নিয়ে ২০১০ সালে গঠন করা হয়। মানব কল্যাণে কিছু ভাল কাজ করার জন্যে সম্মিলিত ভাবে মাসিক সঞ্চয় করে একটি ফান্ড গঠন করা হয়েছিল। সেই ফান্ডের সব টাকা দিয়ে আজ অসহায় ১০০ পরিবারের খাদ্য বিতরণ করা হলো।

খাদ্য বিতরণের সময় স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন এর সদস্য মোঃ জিয়াউর রহমান (উপ সচিব ধর্ম মন্ত্রণালায়),গাজী রোকোনুজ্জামান (ব্যবসায়ী), আব্দুল মালেক (অডিটর ইসলামি ব্যাংক), ডাঃ সুব্রত কুমার দে ( ডাঃ উপজেলা স্বাস্থ্য), নান্টু (প্রফেসার খলিশ খালি কলেজ), শাহিনুর ইসলাম (আয়কর অফিস), শেখ সিরাজুল ইসলাম মধুসুধন ( এড. আয়কর), রাম প্রশাদ (ব্যবসায়ী) গোবিন্দ মোঃ আব্দুল হাকিম, (ব্যবসায়ী) বলেন যে, ভয়াবহ করোনার কারনে অসহায় হয়ে পড়া মানুষের মাঝে আমাদের সামান্য অনুদান বিলিয়ে দিতে পেরে আজ আমাদের প্রাণের বন্ধুদেরকে নিয়ে মনটা ভালো লাগছে। ১০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।এই অনুদান দিতে পেরে আমরা খুব আনন্দিত এবং অতি দ্রুত ফান্ড সংগ্রহের করে আবার দেওয়া হবে।