নিজস্ব প্রতিনিধি: তুফান কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর গ্রামের ১০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন এর সদস্য খালিদ হাসান সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুরের ১০টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন, সাবান বিতরণ করেন। আর এ কাজে সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন কে সার্বিকভাবে সহযোগীতা করেন তুফান কোম্পানি লিমিটেড।
উল্যেখ্য, সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন ইতোমধ্যে অসহায় হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য করোনা ফান্ড গঠন করেছে। ফান্ডে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নগদ টাকা সহ খাদ্য সামগ্রী দান করছেন। তারা পর্যায়ক্রমে অসহায় হতদরিদ্রদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পোঁছে দিবো।