ঘোড়ার গাড়িতে চেপে চলে যাওয়ার সময় উপস্থিত হাজার হাজার মানুষের প্রতি হাত নাড়ছেন দুজনে।
ব্রিটিশ এই রাজপুত্র এবং মার্কিন অভিনেত্রীর বিয়ে হয়েছে যুক্তরাজ্যের উইন্ডসোরে সেইন্ট জর্জেস চ্যাপেলে। বিয়ে উপলক্ষে লক্ষাধিক মানুষ উইন্ডসরে হাজির হন। ছিল ছয়শ অতিথি। বহু তারকা। সারা বিশ্বে কোটি কোটি মানুষ টেলিভিশনে এই বিয়ের অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন।
শুভ্র পোশাকে গীর্জায় প্রবেশ করছেন কনে মেগান মার্কল।
কিছুক্ষণ আগেই আংটি বিনিময় করেছেন দুজনে।
স্বামী স্ত্রী ঘোষণার পর চ্যাপেল থেকে বের হচ্ছেন প্রিন্স হ্যারি ও মেগান।
বিয়ের পরে ভক্তকুলের সামনে প্রথম চুম্বন। অতঃপর হর্ষ ধ্বনিতে উত্তাল চারপাশ।
রাজসিক পোশাকে প্রিন্স হ্যারির হাত ধরে চ্যাপেলের সিঁড়ি বেয়ে নেমে আসছেন মেগান।
ঘোড়ার গাড়িতে চেপে চলে যাওয়ার সময় উপস্থিত হাজার হাজার মানুষের প্রতি হাত নাড়ছেন দুজনে।