হোম কোয়ারেন্টাইনে না থাকায় বাঞ্ছারামপুরে প্রবাসীকে জরিমানা

38
করোনাভাইরাস
করোনাভাইরাস

অনলাইন ডেস্ক: হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদি গ্রামের এক ওমান প্রবাসীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার বুধবার দুপুরে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রূপসদি গ্রামের বাসিন্দা। গত ৮ মার্চ ওমান থেকে তিনি দেশে ফেরেন। ফেরার পর বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তার পরিবারকে নির্দেশ দিয়েছিলেন যেন প্রবাসী ব্যক্তিকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কিন্তু সেই নির্দেশনা মানা হয়নি।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার জানান, করোনাভাইরাস নিয়ে প্রতিনিয়ত উপজেলার সর্বত্রই সচেতনতামূলক পরামর্শ দেয়া হয়েছে। জনস্বাস্থ্য রক্ষার্থে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, বুধবার দুপুরে খবর বের হয় উপজেলার রূপসদি গ্রামে একজন ওমান প্রবাসী হোম কোয়ারেন্টাইন অমান্য করে বাইরে ঘোরাফেরা করছেন। পরে ঘটনার সত্যতা হাতেনাতে পাওয়ায় তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে ১৪ দিন নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।