হেলিকপ্টার আছড়ে পড়লো রাজশাহীর গদাগাড়ীতে

99

ন্যাশনাল ডেস্ক: ১১ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ২:৪৫ মিনিটের দিকে রাজশাহীর গদাগাড়ী উপজেলার আনোয়ারা ফাহিম জিয়াউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি হেলিকপ্টার আছড়ে পড়ে। জানাগেছে বিধ্বস্থ হওয়া হেলিকপ্টারে ছিল চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগর, স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের পরিচালক ফারজানা ব্রাউনিয়া সহ মোট ৬ জন। ভূমিতে আছড়েপড়া হেলিকপ্টারের সবাই প্রনে বেঁচে গেলেও সামন্য আহত হওয়ায় সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে জানিয়ে বিষয়টি গদাগাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন। হেলিকপ্টারের পাইলট জানান ইঞ্জিন ত্রুটির কারণেই দূর্ঘটনাটি ঘটেছে।