হারানো বিজ্ঞপ্তি

403

আমি মো. মাসুম বিল্লাহ (৩২), পিতা- মো. তোফাজ্জেল হোসেন, সাং- নগরঘাটা, থানা- পাটকেলঘাটা, জেলা- সাতক্ষীরা। আমার পিতা দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায় আমার পিতার নামে ক্রয়কৃত মোটরসাইকেলটি আমি নিজেই চালায়। যাহা HONDA CASH DEPOSIT- 80 CC, ইঞ্জিন নং- A005704, চেসিস নং- BA005704, রেজিস্ট্রেশন নং- Satkhira HA – 15-6289. গত ০৪/০৯/২০২২ খ্রি. তারিখে পথে আমার কাছে থাকা উক্ত মোটর সাইকেলের স্মার্টকার্ড (ব্লু-বুক), ট্যাক্স টোকেন, আমার নামীয় মোটর ড্রাইভিং লাইসেন্স, যার লাইসেন্স নম্বর SK0029302CL0001 হারিয়ে গিয়াছে। অনেক খুঁজেও কোথাও পাওয়া যায় নাই।

এ বিষয়ে পাটকেলঘাটা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর ১৫৭, তারিখ : ০৪/০৯/২০২২ খ্রি.

নিবেদক : 

মো. মাসুম বিল্লাহ

পিতা- মো. তোফাজ্জেল হোসেন

সাং- নগরঘাটা, থানা- পাটকেলঘাটা, জেলা- সাতক্ষীরা।

এনআইডি- ৫০৮৫২০৭৫৯৪,

মোবাঃ ০১৭১২-৫৫৮৮৫৯