ষ্টাফ রিপোর্টারঃ আজ ২৬ শে মে রোজ-শনিবার সকাল ১১ টার সময় মাননীয় প্রধানমত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগকে সাড়া দিয়ে শ্যামনগরে সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের বাস্তবায়নে মাদক বিরোধী সচেতনতামূলক শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। হাজারো মানুষের সমাগমে সকলের উদ্দেশ্য বিশেষ সচেতনতামূলক বক্তব্য রাখেন তিনি।
সংসদ সদস্য এসময় সকলের উদ্দেশ্যে বলেন-“বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাদকাসক্ত ব্যাক্তি এবং মাদক ব্যাবসায়ীরা বিশেষ বাধা সুতরাং এদেরকে দমন করতে হবে, সবাইকে তৎপর থাকতে হবে। তিনি নিজেই উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান (আমি আমার পরিবারের কেউ মরনঘাতি মাদক গ্রহন করিব না। যেখানে মাদক ক্রয় বিক্রয় হইবে জানিতে পারিলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করিব। নিজ নিজ এলাকায় মাদক বিরোধী আন্দোলন গড়িয়া তুলিতে অগ্রনী ভূমিকা পালন করিব।
হে সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি আধুনিক শক্তিশালী ও মাদক মুক্ত বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা হিসেবে গড়িয়া তুলতে পারি………………….. আমিন)
আরো বলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার জননী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশক মাদকমুক্ত করিবার যে অভিযান শুরু হয়েছে, সে অভিযানকে সফল করতে অগ্রনী ভূমিকা রাখিব।
মাদক বিরোধী শপথনামায় উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্য সৈয়দ আব্দুল মান্নান আলী। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর, সাংবাদিকবৃন্দ, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,শত শত যুবলীগের সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা
যুবলীগের সম্পাদক মিজানুর রহমান মিজান, ছাত্রলীগের সভাপতি সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজেরর নেতৃবৃন্দ সহ স্বর্বসাধারন।