হতদরিদ্রের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ

12

বিশেষ প্রতিবেদক : সাতক্ষীরা কলারোয়ার দেয়াড়া ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে গরীব দুস্থদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭আগস্ট) সকালে উপজেলার খোরদো বাজারস্থ পরিষদ চত্বরে জনপ্রতি( ২০) কেজি করে ওই চাউল বিতরণ করা হয়েছে বলে ইউপি চেয়ারম্যান জানান।

এসময় উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবর রহমান মফে,ইউপি সচিব তবিবুর রহমান,ইউপি সদস্য রফিকুল ইসলাম মিলন,আব্দুল আলিম,তোজাম্মেল হোসেন,বাবুল হোসেন,বাবরালী সরদার মধু,শহিদুল ইসলাম,মোছাঃ মাহমুদা বেগম,গ্রাম পুলিশ মহিদুল ইসলাম,নিরঞ্জন কুমার প্রমুখ।(এসকেপি)