সোমবার বিকেলে অনলাইন সংবাদভিত্তিক ওয়েবসাইট বিডিনিউজ টুয়েন্টিফোর বন্ধ করার নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। তবে কি কারণে বন্ধের এই নির্দেশনা দেয়া হয়েছে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি তারা। বিটিআরসি থেকে বিডিনিউজ টুয়েন্টিফোরকে মৌখিকভাবে বলা হয়েছে ‘সরকারের উপর মহলের নির্দেশে’ বন্ধ করা হয়েছে। এ বিষয়ে বিডিনিউজ টুয়েন্টিফোরের বার্তা সম্পাদক মুনীরুল ইসলাম বলেন, ‘আমাদের এখান থেকে (বিডিনিউজ টুয়েন্টিফোরের কার্যালয়) এখনো (রাত ৮টা ২০মিনিট) সাইটে ঢোকা যাচ্ছে। তবে মোবাইল দিয়ে প্রবেশ করা যাচ্ছে না।’
তিনি আরো বলেন, ‘বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হকের সাথে আমরা কথা বলেছি। আমরা জানতে চেয়েছি- কেন এই নির্দেশনা দেয়া হলো? এর প্রেক্ষিতে তিনি আমাদের বলেন, সরকারের উপর মহলের নির্দেশে এটা করা হয়েছে। কিন্তু কি কারণে সেই নির্দেশনা তা তিনি আমাদের জানাননি।’
তিনি বলেন, ‘আমরা বলতে চাই যদি সরকার নির্দেশ দিয়ে থাকে বন্ধ করার তবে তার কারণ জানানো হোক। আমরা সরকারে সাথে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করছি।’
সর্বশেষ সোমবার বিকেলে বিডিনিউজ তাদের সাইটে বন্ধের নির্দেশনা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘সোমবার বিকেলে মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে বিডিনিউজ বন্ধ করার নির্দেশ দেয় বিটিআরসি।’এদিকে বিডিনিউজ বন্ধ করে দেয়ায় সংবাদ কর্মীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।