গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত পাইকগাছার আনসার ব্যাটেলিয়ান সদস্য সিহাব উদ্দীন (২৮) এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত সিহাব পাইকগাছা উপজেলার রাড়–লী গ্রামের লোকমান গাজীর ছেলে। সে ঢাকায় আনসার ব্যাটেলিয়ানে কর্মরত ছিল। ঘটনার দিন মঙ্গলবার দুপুরে মটর সাইকেল যোগে বাড়ি থেকে ঢাকায় যাওয়ার পথে পথিমধ্যে গোপালগঞ্জের বিজয়পাশা বাজার সংলগ্ন বাসষ্ট্যান্ডের পৌছালে ট্রাক চাপায় সে নিহত হয়।
বুধবার সকালে তার মৃতদেহ এলাকায় পৌছালে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা সিহাবের বাড়ীতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।