নিজস্ব প্রতিনিধি : আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। দিবসটির শুভেচ্ছা জানিয়েছেন, নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নগরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান লিপু।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কালোরাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের ডাক দেন, ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদ্যাপন করা হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়।

স্বাধীনতা যুদ্ধের ডাকে সাড়া দিয়ে স্বাধীন বাংলাদেশকে যে সোনার এবং স্বপ্নের বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিলো সেটা বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে এগিয়ে যাক এই প্রত্যাশা।