সৌদি রাজপ্রাসাদে খাশোগি পরিবার

31
সাংবাদিক জামাল খাশোগির পরিবারে

আন্তর্জাতিক ডেস্কঃ  সৌদির রিয়াদে রাজপ্রাসাদে সাংবাদিক জামাল খাশোগির পরিবারের সঙ্গে দেখা করেছেন সৌদি বাদশা ও সৌদি যুবরাজ।মঙ্গলবার নিহত খাশোগির ভাই শাল বিন আহমেদ খাশোগি ও ছেলে সালাহ জামাল খাশোগি দেখা করতে যান। তাদের সমবেদনা জানান সৌদি বাদশা ও সৌদি যুবরাজ। খবর ডেইলি সাবাহ

শাল ও সালা খাশোগির পক্ষ থেকে যুবরাজ ও বাদশাকে ধন্যবাদ জানানো হয় বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়। জামাল খাশোগি ওয়াশিংটন পোস্টের কলাম লেখক ছিলেন। তিনি ২ অক্টোবর সৌদি কনস্যুলেটে গিয়ে নিখোঁজ হন।

দুই সপ্তাহেরও বেশি সময় সৌদি খাশোগি হত্যার ঘটনা অস্বীকার করে আসছিল। পরে সৌদি সরকার গত শনিবার কনস্যুলেটের ভেতরে হাতাহাতিতে নিহত হয় বলে জানান।

খাশোগি ২০১৭ সাল থেকে স্বেচ্ছায় নির্বাসিত হয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করে আসছিলেন।