নিজস্ব প্রতিনিধিঃ সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরা সদর উপজেলার বাওখোলা পুর্ব-পাড়া জামে মসজিদে অাজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে সাতটায় এ জামায়াত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী।
এছাড়া তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের ইসলামকাটিতে আরেকটি পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।
মাওলানা মহব্বত আলী জানান, পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে, ওই চাঁদের সালাত অনুযায়ী সকল ইবাদাত পালন করা যায়। তারই ধারাবাহিকতায় আজ ঈদ উদযাপন করা হচ্ছে।
১৯৮৬ সালে ওআইসির সম্মেলনের রেজুলেশন মোতাবেক ৫৭টি দেশের মধ্যে আজ ৫৬টি দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বাংলাদেশেও যাতে একই সাথে রোজা রাখা যায়, ঈদ উদযাপন করা যায়, তার দাবি রাখেন তিনি।
সাতক্ষীরার বিভিন্ন উপজেলা থেকে ২৫টি গ্রামের প্রায় এক হাজার মুসুল্লি সাতক্ষীরা সদর উপজেলার বাওকোলা ও তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের ইসলামকাটিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।