সৌদি আরবের পতাকা এখন মদের বোতলে

13
লাল সবুজের কথা

রাশিয়ায় আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রচারণার জন্য মদের বোতলে সৌদি আরবের পতাকা ছাপিয়েছে জার্মানির এক কোম্পানি। এতে বিশ্বব্যাপী মুসলমানদের অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে বলে সমালোচনার ঝড় উঠেছে।

সামাজিকমাধ্যমে এ ঘটনার তীব্র সমালোচনার পর রিয়াদে জার্মান দূতাবাস এবং এই বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান ইচবাম নড়েচড়ে বসেছে।

বিয়ার কোম্পানির এই ঘটনাকে সৌদি আরবে অবস্থিত জার্মান দূতাবাস ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছে। আর কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কারো আবেগে আঘাত করার জন্য এটি করা হয়নি।

সৌদি আরবের পতাকা ছেড়ে বোতলের ক্যাপ উৎপাদন বন্ধ করে দিয়েছে জার্মান কার। পরে ওই বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ক্ষমা চেয়েছে।