সেঞ্চুরি একাডেমীর সৌজন্যে ৪৮তম দিনেও তাজা শাক-সবজি বিতরণ

66

এস এম সোহাগ রানাঃ সাতক্ষীরায় ২০০০ সালের ভয়াবহ বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের মহামারী করোনার সময় সমন্বিত উদ্যেগে “” বিনা মূল্য শাক সবজি বিতরণ”” কার্যক্রম গত ৭ এপ্রিল থেকে শুরু করে নিয়মিত সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিয়নে নিয়মিত বিনামূল্যে শাক-সবজি বিতরণ করা হয়।

তারই ধারাবাহিতায় সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা এর উদ্যোগে আজ ২৩মে, ২০২০ শনিবার সকাল থেকে আটপুকুর ৫০, সুলতানপুর ৪৫ পরিবার, নলকূড়া ৫০ পরিবার, সুলতানপুর শেখ পাড়া ১০পরিবার, সুলতানপুর কাজীপাড়া ১০ পরিবার, মাওয়া চাইনিজের পাশে ২০ পরিবার, পুরান হাসপাতালে পাশে ২০পরিবার, মাছখোলা ১০ পরিবার, রেড ক্রিসেন্ট এর পিছনে ১০ পরিবার মোট ২৩১ পরিবার এবং সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে টোকেনের মাধ্যমে ৮৪০ পরিবার , টোকেন বিহীন ৯০ পরিবারের মাঝে সর্বমোট ১১৬১পরিবার কে চার আইটেম এর বিনামূল্যে শাক সবজি বিতরণ করা হয়। শাক-সবজি মধ্যে ছিলো ডাঁটাশাক, পুইশাক, করোলা, পটল,কাগজিলেবু।

এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে,সুশৃঙ্খলভাবে প্রতিদিনের ন্যায় আজও সরাসরি কৃষকের কাছ থেকে শাক-সবজি কিনে তা সরাসরি অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।এর ফলে কৃষক ও শাক-সবজির ন্যায্য মূল্য পাচ্ছে।

উক্ত কার্যক্রমটি বাস্তবায়ন এর ক্ষেএে নিরালস কাজ করে যাচ্ছে সেঞ্চুরি একাডেমীর কর্মকতা শেখ এজাজ আহমেদ স্বপন, সালাহউদ্দীন রানা, রুহুল কুদ্দুস, শাহিন, মহাদেব, সিরাজুল ইসলাম প্রমুখ।