নাজমুল হাসান, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলায় কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন-২০২১ এর শুভ উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডা. মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
রবিবার (০৭ ফেব্রুয়ারি) জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (সিরাজগঞ্জ) ড. ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হাসিবুল ইসলাম, সিভিল সার্জন অফিসার ডা. মোঃ জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
করোনা ভাইরাসের টিকা নিয়ে মানুষের সমালোচনা দূর করতে সর্বপ্রথম টিকা নিয়েছেন সাংসদ হাবিবে মিল্লাত।
সিরাজগঞ্জ জেলা পর্যায়ে উদ্বোধনের পর কামারখন্দ উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উপজেলা ভিত্তিক টিকাদান কর্মসূচির উদ্বোধক হিসেবেও উপস্থিত ছিলেন সাংসদ হাবিবে মিল্লাত।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও মেরিনা সুলতানা, উপজেলা চেয়ারম্যান এস এম শহীদুল্লাহ সবুজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেখ প্রমুখ।
ডা. হাবিবে মিল্লাত বলেন, করোনা ভাইরাসের টিকা আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। অনেকেই সমালোচনা করছে এই টিকার জন্য সমস্যা হতে পারে। তাই আমি নিজে সবার আগে সিরাজগঞ্জ জেলার ব্যক্তি হিসেবে টিকা নিয়েছি। সিরাজগঞ্জ জেলায় যাদের টিকা প্রয়োজন তারা শতভাগ টিকা পাবে। ইনশাআল্লাহ, কেউ বাদ পরবে না।