সিরাজগঞ্জে ৬ নৌ ডাকাত আটক

26

নাজমুল হাসান অনিক, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল নৌ ডাকাত। তাদের উপস্থিত টের পেয়ে স্থানীয় জনতা একত্রিত হয়ে তাদের কে ধরে ফেলে। তারপর গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

গত শনিবার আনুমানিক রাত ১১ টার দিক সিরাজগঞ্জের সদর উপজেলার শিমলা চর এলাকায় যমুনা নদীতে নৌকাসহ ৬ নৌ ডাকাতকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে ধরিয়ে দেয়।
আটক নৌ ডাকাতরা হলেন- হালিম, তুষার, বেলাল,সোহাগ, শাহাদত ও রনি।

সিরাজগঞ্জ সদর থানার এস আই তরিকুল ইসলাম জানান, ডাকার প্রস্তুতি কালে সাধারণ জনতা তাদের গণ পিটুনি দিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছে। ডাকাত দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শাস্তি দেওয়ার সবকাজ শুরু হয়েছে।