নাজমুল হাসান অনিক, সিরাজগঞ্জঃ “আলোর পথে অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠন, সিরাজগঞ্জ” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যগে ০৯ ফেব্রুয়ারি রোজ: শনিবার সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী উল্লাপাড়া বিজ্ঞান কলেজের সামনে মানবতার দেয়ালের শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত মানবতার দেয়াল দেওয়ার প্রধান উদ্দেশ্য মধ্যবিত্ত পরিবারের মানুষজন তাদের অব্যবহৃত পোশাক টি গরীব দুঃখীদের জন্য রেখে যাবেন। আর গরীব মানুষরা সেই পোশাকগুলো ব্যবহার করে তাদের বস্ত্র চাহিদা মেটাবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া আকবর আলী কলেজের সিনিয়র শিক্ষক শামিম রেজা, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
সংগঠনের পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, অনলাইনের মাধ্যমে সকল শ্রেণি পেশার মানুষকে একত্রিত করার চেষ্টা করেছি এবং স্বার্থক হয়েছি। সকলের মাসিক অল্প কিছু আর্থিক সহযোগীতার মাধ্যমে আমরা মানবতার মহান কাজ করে যাচ্ছি। মানবতার দেয়াল উদ্ভোদন করতে পেরে আমরা সকলেই গর্বিত। ইনশাআল্লাহ সকলের সহযোগীতা পেলে আমাদের কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।