সিরাজগঞ্জে ইলিশ ধরায় ৬ জেলে আটক

17
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

নাজমুল হাসান অনিক,কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের যমুনা নদীতে প্রজনন সময়ে ইলিশ ধরায় ৬ জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিজানে সিরাজগঞ্জের এনায়েতপুর সংলগ্ন যমুনা নদী থেকে জেলেদের আটক করা হয়।

পরবর্তীতে চৌহালি উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আনিছুর রহমান বৃহস্পতিবারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদন্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বুধবার বিকালে বিশেষ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬ জেলেকে আটক করা হয়। তার সাথে ১৮ টি কারেন্ট জাল এবং প্রায় ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়। আটককৃত জেলেদের ৯ দিন করে কারাদন্ড দেওয়া হয়েছে।