নাজমুল হাসান অনিক, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ইন্টার পার্লামেন্টারী ইয়নিয়নের স্বাস্থ্য বিষয়ক কমিটির সভাপতি পুনরায় নির্বাচিত হওয়ায় সিরাজগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো: হাবিবে মিল্লাত মুন্না সাহেব কে গণ সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সর্বস্তরের জনসাধারণের উদ্দ্যেগে উক্ত গণসংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগের নেতৃবন্দ, আওয়ামী যুব মহিলা লীগের সদস্যবৃন্দ, কৃষক-শ্রমিক লীগের সদস্যবৃন্দ সহ সকল পেশার মানুষ।
কামারখন্দের ভদ্রঘাট ১ নং ইউনিয়নের সভাপতি মো: আব্দুল মালেক খান, সাধারণ সম্পাদক টি.এম. মোস্তফা জয় এবং ছাত্রলীগ সভাপতি মো: সম্রাট বিপ্লব খান রাজিবের নেতৃত্বে মুন্না সাহেব কে সংবর্ধনা এবং নৌকায় ভোট চাওয়ার জন্য এক বিশাল মোটর সাইকেল মিছিলের আয়োজন করা হয়।
অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না সাহেব জানান, প্রাণপ্রিয় মানুষদের ভালোবাসার কারণেই আমি পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছি। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট পেয়ে জয়ী হবো ইনশাআল্লাহ। সিরাজগঞ্জের সদর এবং কামারখন্দের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সক্ষম হবো।