মোহাম্মদ মাজহারুল ইসলাম খান, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে ১ম জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে আজ। এ উপলক্ষে উপজেলা প্রশাসন এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লাইলা।
আজ ১মার্চ, রবিবার মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় প্রথম বারের মতো উদযাপিত হলো ১ম জাতীয় বীমা দিবস। “বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি।” এই শ্লোগানকে কন্ঠে ধারণ করে শতাধিক বীমা কর্মকর্তা-কর্মচারী, বীমা গ্রাহক, জন সাধারণ ও উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশ গ্রহণে সকাল ১১টায় এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুনা লাইলা। র্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহীদ রফিক সড়কে গিয়ে আবার উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
এর পর উপজেলা মিলনায়ত শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় শত শত বীমাকর্মী আর সর্বসাধারণের উপস্থিতিতে উপজেলা অডিটোরিয়াম কানায় কানায় ভরে উঠে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুনা লাইলার সভাপতিত্বে এবং ডেলটা লাইফ ইনস্যুরেন্স কর্মকর্তা আবুল বাশারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান- ইঞ্জিনিয়ার বদরুল আলম উজ্জ্বল, ভাইস চেয়ারম্যান (মহিলা)- শারমীন আক্তার, বীমাকর্মী-আমিনুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। আলোচনায় সকলেই বীমা করার প্রতি গুরুত্ব আরোপ করেন।