নিউজ ডেস্কঃ নিরাপদ সড়কের দাবিতে নগরে অবস্থান নেয়া শিক্ষার্থীরা ধানমন্ডি এলাকায় পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এই ঘটনায় প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ছাত্ররা মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দিয়ে চারপাশ থেকে স্লোগান দিতে থাকে।বৃহস্পতিবার বিকাল তিনটার কিছু আগে মিরপুর রোডে ধানমন্ডি তিন নম্বর সড়কের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাফিক সার্জেন্ট বায়েজিদের মোটর সাইকেল ছিল সেটি। এই এলাকায় দাঁড়িয়ে বিভিন্ন যানবাহনের চালকের লাইসেন্স পরীক্ষা করছিল। এই পুলিশ কর্মকর্তার লাইসেন্স দেখাতে বললে তিনি তা দেখাতে রাজি হননি।
এক পর্যায়ে তর্কাতর্কি শুরু হয় আর শিক্ষার্থীরা চটে গিয়ে এবং মোটরসাইকেলটি ভাঙচুর করে তাতে আগুন দিয়ে দেয়।প্রত্যক্ষদর্শী ল্যাবএইড হাসপাতালের কর্মকর্তা হিমেল আহমেদ ঢাকাটাইমকে এই তথ্য নিশ্চিত জানান।
তিনি বলেন, সার্জেন্টের আচরণে ক্ষুদ্ধ হলে ছাত্রদের সাথে তার কথাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে ছাত্ররা তাকে পিটুনি দিলে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।এসময় উত্তেজনা বেড়ে যায় এবং শিক্ষার্থীরা তাকে মেরে ট্রাফিক বক্সে রেখে আসে এবং তার মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।এ ঘটনায় পুলিশ কোন পদক্ষেপ না নেয়ার, কিছু পরই পরিস্থিতি শান্ত হয়ে যায়।
এর আগে আসাদ গেট এলাকায় পুলিশের একজন কনস্টেবল তার লাইসেন্স দেখাতে রাজি না হলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে ছাত্ররা।গত রবিবার বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিক্রিয়ায় নিরাপদ সড়কের দাবিতে পরদিন থেকে রাস্তায় নেমেছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা। আর গত দুই দিন ধরে এই আন্দোলন আবার সারা দেশে ছড়িয়ে যায়।ছাত্ররা যে নয় দফা দাবি জানাচ্ছে তার মধ্যে অন্যতম হলো লাইসেন্সহীন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিআরটিএ বুধবার থেকে এই অভিযান শুরু করলেও ছাত্ররা নিজেরাও যানবাহন থামিয়ে লাইসেন্স পরীক্ষা করা শুরু করে।
বৃহস্পতিবার ছাত্রদের লাইসেন্স পরীক্ষার প্রবণতা আরও বাড়ে এবং বিজিবির দুটি গাড়ি, পুলিশ ও ঢাকা ওয়াসার একটি গাড়ির চালক লাইসেন্স দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে মামলা করানো হয় কেবল মিরপুর রোডের একটি পয়েন্টে।এ ছাড়া একজন মন্ত্রীর গাড়ির চালকও লাইসেন্স দেখাতে না পারার পর ওই মন্ত্রী গাড়ি পাল্টে অন্য একটি গাড়িতে করে গন্তব্য স্থলে যান।
তবে নানা ঘটনার মধ্যে বিভিন্ন এলাকায় বাড়াবাড়ি করার মতো অভিযোগও পাওয়া গেছে। ভাঙচুরও করা হয়েছে বেশ কিছু গাড়ি। এর মধ্যে চারপাশে ঘিরে ধরে একটি জিপ ভাঙচুর করার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।