প্রেস বিজ্ঞপ্তি : পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক মো. রাশিদুল ইসলাম স্বাক্ষরিত ৩১/১২/২০২৪ তারিখের স্মারক নং-পিটিএস/নোটিশ/প্রেস বিজ্ঞপ্তি/(২০২৪)-০৯ এর এবং তালা উপজেলা সমিতি-ঢাকা, রেজি নং ড-৮৬৭৫, স্মারক নং-তাউস/নোটিশ/প্রেস বিজ্ঞপ্তি/(২০২৪)-০১১ এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন স্বাক্ষরিত প্রেস ব্রিফিং ও প্রতিবাদ লিপিতে বলেছেন, ইঞ্জিনিয়ার মো. তুহিনুজ্জামান ও ইঞ্জিনিয়ার মো. মনিরুল ইসলামের সামজিক সংগঠনের ছবি ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্যে হেনস্তার প্রতিবাদ।
এতে বলা হয়েছে, পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি, ঢাকা সম্পূর্ণরূপে অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক ও সেবামূলক একটি মানবিক সংগঠন। ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংগঠনটি চিকিৎসা, শিক্ষা, ও মানবসেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এটি সম্পূর্ণ ব্যক্তিগত অনুদান ও সাধারণ মানুষের আর্থিক সহায়তায় পরিচালিত হয়।
কিন্তু সম্প্রতি গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, কিছু অসৎ ব্যক্তি তাদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে সমিতির কার্যক্রম এবং সম্মানিত ব্যক্তিবর্গের ছবি ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার করছে। বিশেষত, পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত)সমিতির সহ- সভাপতি ইঞ্জিনিয়ার মো. তুহিনুজ্জামান এবং পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি-ঢাকা এর দপ্তর সম্পাদক ও তালা উপজেলা সমিতি -ঢাকা এর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মনিরুল ইসলামের ছবি ব্যবহার করে কিছু রাজনৈতিক লিফলেট, পোস্টার ও প্রচারপত্র তৈরি করা হয়েছে।
আমরা জোরালোভাবে জানাতে চাই, পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি-ঢাকা ও তালা উপজেলা সমিতি -ঢাকা একটি অরাজনৈতিক সংগঠন এবং এর যেকোনো কার্যক্রমে রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পূর্ণ নিষিদ্ধ। যেসব ব্যক্তি এই ধরণের অপকর্মে জড়িত, তাদের এ ধরনের কাজ কেবলমাত্র সমিতির সুনাম ক্ষুণ্ণই করে না বরং মানবিক সেবামূলক কার্যক্রমকে ব্যাহত করার গভীর ষড়যন্ত্র হিসেবে প্রতীয়মান হয়।
আমাদের সংগঠন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে পরিচালিত হলেও সমিতির কার্যক্রমের সময় প্রত্যেক সদস্য অরাজনৈতিক পরিচয়েই কাজ করে। তাদের সামাজিক অবদানকে রাজনীতির রং দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা একদমই অনুচিত।
আমাদের দাবি:
১. যারা এই ধরণের কাজ করেছেন, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
২. ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড যাতে না ঘটে, তার জন্য কঠোর সতর্কতা আরোপ।
৩. সমিতির সুনাম ক্ষুণ্ণকারী যেকোনো অপপ্রচার বন্ধে সকলের সহযোগিতা।
আমরা পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি -ঢাকা ও তালা উপজেলা সমিতি -ঢাকা এর পক্ষ থেকে এ অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সমাজের সকল সচেতন নাগরিক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানাচ্ছি, এই মানবিক সংগঠনকে সমর্থন করুন এবং এর কার্যক্রমে কোনো প্রকার রাজনৈতিক উদ্দেশ্য সম্পৃক্ত হতে দেবেন না।