মো:আজিজুল ইসলাম (ইমরান): নাম্বার প্লেট প্রদানের জন্য টাকা আদায় করায় সেলিম হোসেন নবী নামে এক দালালকে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে সাতাক্ষীরা বিআরটি এ। মঙ্গলবার ৭ (আগষ্ট) বেলা ৩ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা সাতক্ষীরা জর্জ কোটে এই কারাদন্ড প্রদান করেন।
ঘটনা সূত্রে জানা যায়, সাতক্ষীরা বিআরটিএ এর মটর যানের নম্বার প্লেট সেকশন জনসাধারনকে এত দিন সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সামনে নম্বর প্লেট প্রদান করত। কিন্তু এখানে এক শ্রেনির দালাল চক্র নানা ভাবে গ্রহকদের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল। এই সমস্যার সমাধানের জন্য বিআরটিএ’র সহকারি পরিচালক তানভীর আহমেদ এর চেষ্টায় আজ ৭ আগষ্ট সকাল থেকে সাতক্ষীরা জর্জ কোর্ট এলাকায় নাম্বার প্লেট প্রদান কার্যক্রম শুরু করে। কিন্তু দালাল চক্রটি এখানেও সক্রিয় ভাবে কাজ করছে এমন তথ্যের ভিত্তিতে, বিষয়টি তদারকি করা হয়। প্রথম দিনেই এই কর্যক্রমকে ব্যহত করার অভিযোগে আটক করা হয়েছে এক জনকে। আটক ব্যক্তির নাম সেলিম হোসোন নবী। সে পুরাতন সাতক্ষীরা এলাকার বাসিন্দা। আজ দুপুর ১২টায় সাতক্ষীরা জর্জ কোর্ট এলাকায় নাম প্রকাশে অনিচ্ছিুক এক নাম্বার প্লেট গ্রহক জানান এক ব্যক্তি মোটর সাইকেলের নাম্বার প্লেট পাইয়ে দেওয়ার নামে সকলের কাছ থেকে ৪০০ টাকা করে নিচ্ছিলো । বিষয় টি প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন কে জানলে তিনি দ্রুত সেখানে মোবাইল কোর্ট পরিচালনার আদেশ দেন। অভিযোগটি প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা তাৎক্ষনিক মোবাইল কোর্ট বসিয়ে ১৮৬০ সালের দন্ড বিধির ১৮৬ ধারায় আভিযুক্ত ব্যক্তি কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এতে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন সহ সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন জেলাবাসী ।