সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে আট রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি

20
রোহিঙ্গা

মোঃ মামুন হোসেনঃ দালালের মাধ্যমে সাতক্ষীরা শিকড়ি সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আট রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে তাদেরকে কুশখালি সীমান্তের শিকড়ি গ্রাম থেকে আটক করা হয়।

শনিবার সকালে রোহিঙ্গাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। রোহিঙাদের মধ্যে ৫ জন নারী, একজন পুরুষ ও দুইজন শিশু।
বিজিবির কুশখালি বিওপি কমান্ডার নায়েক সুবেদার জহির জানান, মানব পাচারকারী দালালরা তাদেরকে চট্টগ্রাম থেকে সাতক্ষীরা সীমান্তে নিয়ে আসে এবং একটি বাড়িতে গোপনে রাখার পর তাদেরকে শুক্রবার রাতে শিকড়ি গ্রাম দিয়ে ভারতে পাচারের খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে।
সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহম্মেদ বলেন, বিজিবি ৮ রোহিঙ্গাকে আটকের পর থানায় সোপর্দ করেছে। জেলা প্রশাসনের মাধ্যমে তাদের কক্সবাজার রোহিঙ্গা পূনর্বাসন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে।