সাতক্ষীরা সিভিল সার্জন বরাবর বিবিসির রিইউজেবল পিপিই প্রদান

33

নিজস্ব প্রতিনিধি: সমগ্র বিশ্বে করোনা ভাইরাসের সংক্রামনে কিছুতেই থামছেনা মৃত্যুর মিছিল। বিশ্বের উন্নত দেশগুলো পর্যন্ত এই ভাইরাসের আক্রমনে দিশেহারা। আমাদের দেশেও পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। করোনা ভাইরাসের সংক্রামণ রোধে পিপিই একটি অন্যতম প্রয়োজনীয় উপাদন।

আর এই করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধে সংযুক্ত আরব আমিরাত জাতীয় শ্রমিক লীগের সভাপতি মাহমুদুল আলম বিবিসির পক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনো ইউনিটে কর্মরত ডাক্তার ও নার্সদের ব্যাহারের জন্য রিইউজেবল পিপিই প্রদান করা হয়েছে। ১৬ই এপ্রিল বিকালে সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বরাবর মীর সুমন এই পিপিই প্রদান করেন।

এই বিষয়ে তিনি বলেন, এই প্রবাসীর মাধ্যমে আমরা ১০পিস রিইউজেবল পিপিই ও ৫০ সেট হ্যান্ড গ্লোভস পেয়েছি তা কৃতজ্ঞচিত্তে আমি গ্রহণ করালাম। এই দুঃসময়ে আমাদের পিপিই সহ অন্যান্য সামগ্রীর সংকট দেখা দিচ্ছে। তিনি দূরে থেকেও আমাদের সাথে আছেন। সবাইকে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। উল্লেখ্য প্রথম পর্যায়ে তার পক্ষে গত ৯ এপ্রিল থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত জেলার প্রশাসনিক প্রধান কর্মকর্তাদের মাঝে ৩০ পিস পিপিই প্রদান করা হয়েছে।

দ্বিতীয় পর্যায়ে সিভিল সার্জন বরাবর এই পিপিই প্রদান করা হল। এই বিষয়ে জানতে চাইলে মাহমুদুল আলম বিবিসি বলেন, বর্তমান সময়ে মাঠ পর্যায়ে কাজ করা সরকারী কর্মকর্তা, ডাক্তার, নার্সজীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। আমি আমার পক্ষ থেকে তাদের জন্য সব থেকে ভাল পিপিই দেয়ার চেষ্টা কেরেছি। আশাকরি এটি ব্যবহার করে তারা মানুষের জন্য আরও ভাল ভাবে কাজ করতে পারবে। আগামীতেও আমার পক্ষ থেকে এই কার্যক্রম অব্যহত থাকবে।