অনলাইন ডেস্ক : সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের ৩টি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৫টি, বিএনপি (স্বতন্ত্র) ২টি, জাতীয় পার্টির ১টি, জামায়াত ১টি এবং স্বতন্ত্র প্রার্থী ১টিতে জয়লাভ করেছেন।
বাঁশদহা – মফিজুল ইসলাম (নৌকা, আওয়ামীলীগ)
বৈকারী -মোস্তফা
(আওয়ামীলীগ, বিদ্রোহী )
আগরদাঁড়ি : হাবিবুর রহমান ( স্বতন্ত্র) ।
ভোমরা – ইসরাইল গাজী (জাতীয় পার্টি)
ঘোনা -আব্দুল কাদের
(আওয়ামী লীগ, বিদ্রোহী )
ঝাউডাঙ্গা- আজমল (নৌকা,
আওয়ামী লীগ)
বল্লী- মহিদুল
( বিএনপি, স্বতন্ত্র)
(৫১০ ভোটো বিজয়ী)
ধুলিহর- মিজানর রহমান চৌধুরী
(আওয়ামীলীগ, বিদ্রোহী)
ফিংড়ী- লুৎফর রহমান (আওয়ামীলীগ,বিদ্রোহী)
ব্রহ্মরাজপুর-
আলাউদ্দীন (নৌকা, আওয়ামীলীগ)
কুশখালী-মাওলানা আব্দুল গফ্ফার ( জামায়াত )
শিবপুর : মো: আবুল কালাম (আওয়ামী লীগ, বিদ্রোহী )