নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের কুশোডাঙ্গায় মাছের ঘেরে খাবার দেওয়ার সময় বজ্রপাতে মোঃ পলাশ হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে বল্লী ইউনিয়নের নতুনগা মাঠে এ ঘটনা ঘটে। পলাশ হোসেনের বাবার নাম মোঃ কুদ্দুস সরদার।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে পলাশ হোসেন তার বাবার সাথে মাছের ঘেরে খাবার দিতে যায়। এমতাবস্থায় বৃষ্টি শুরু হলে তারা ঘেরের বাসায় অবস্থান করে। সেখানে বজ্রপাতে প্রাণ হারান পলাশ হোসেন।
এ ছাড়াও মৃত মোঃ পলাশ হোসেন লাল সবুজের কথা নিউজ পোর্টালের নিজস্ব প্রতিনিধি এস এম সোহাগ হোসেন রানার বোন জামাই। লাল সবুজের কথা নিউজের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মৃতের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।