সাতক্ষীরা শ্যামনগরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

31
লাল সবুজের কথা

সাতক্ষীরা শ্যামনগরে বজ্রপাতে আশরাফ হোসেন (২৮) ও আমিনুর রহমান (১৬) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার দুপুরে শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ও গাঙআটি গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- কাশিমাড়ি গ্রামের আব্দুল মাজেদের ছেলে আশরাফ হোসেন, গাঙআটি গ্রামের আব্দুস ছাত্তারের শেখের ছেলে আমিনুর রহমান। আহতরা হলেন- মিজানুর রহমান ও আক্তারুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্যামনগরে হঠাৎ করে দুপুরে ঝড়ো বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় আশরাফ হোসেন তার মৎস্য ঘেরে কাজ করছিল। বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

অন্যদিকে, গাঙআটি গ্রামের আমিনুর রহমান মসজিদে নামাজ পড়ে বাহির হলে হঠাৎ ঝড়ো বৃষ্টি শুরু হলে তিনি একটি বাড়িতে আশ্রয় নেন। এ সময় গাছে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মারা যান।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলি জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যু ও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।