সাতক্ষীরা – পাটকেলঘাটা রোডে যাত্রী দুর্ভোগ, অতিরিক্ত ভাড়া অাদায়ের অভিযোগ

164
মোঃ জাবের হোসেন: সাতক্ষীরা খুলনা রোড মোড় থেকে পাটকেলঘাটার দুরত্ব নয় কিলোমিটার, অার নগরঘাটা ত্রিশ মাইলের দুরত্ব পাঁচ কিলোমিটার।স্থানীয় যাতায়াতের মাধ্যম হিসাবে মাহেন্দ্রা ও ইজিবাইক চলাচল করে এই রোডে।সাতক্ষীরা খুলনা রোড মোড় থেকে পাটকেলঘাটার ভাড়া ১৫ টাকা এবং ত্রিশ মাইলের ভাড়া ১০ টাকা।

অথচ এই নিয়মিত ভাড়ার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া অাদায় করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন কয়েকজন যাত্রী।

পাটকেলঘাটা থেকে সাতক্ষীরায় এসেছিলেন অাব্দুল ওয়াহাব মিঞ্চা তিনি একটি বে-সরকারী প্রতিষ্ঠানে চাকরি করেন,তিনি জানান নিয়মিত সাতক্ষীরায় অফিস করার জন্য তাকে যেতে হয়।প্রতিদিন তিনি পাটকেলঘাটা থেকে উঠে খুলনা রোড মোড়ে নেমে ১৫ টাকা ভাড়া দেন।অপরদিকে নগরঘাটায় বাড়ি একজন জানান,ত্রিশ মাইল থেকে তিনি ইজিবাইকে উঠে খুলনা রোড মোড় পর্যন্ত ১০ টাকা ভাড়া দেন।কিন্তু গতকাল বৃহস্পতিবার (২৬ শে জুলাই) ইজিবাইক,মাহেন্দ্রা চালকেরা ভাড়ার টাকা দ্বিগুন নেন।খুলনা রোড মোড় থেকে ত্রিশ মাইলের ভাড়া নেন ২০ টাকা, এবং পাটকেলঘাটার ভাড়া নেন ৩০ টাকা।

ভাড়া বেশি নেয়ায় অনেক মাহেন্দ্রা,ইজিবাইক চালকের সাথে কথা বলে যানা যায়,সারাদিন বৃষ্টির কারণে মিল বাজার সংলগ্ন বিজিবি ক্যাম্পের সামনের রাস্তার অবস্থা অনেক খারাপ হয়ে যাওয়ায় সারাদিন যানযট সৃষ্টি হয়েছে, তাছাড়া বৃষ্টির কারণে অন্যদিনের মত চালকদের টিপ না উঠায় তারা এই অতিরিক্ত ভাড়া অাদায় করছেন।সারাদিন যানযটের কারণে যাত্রীদের অন্যদিনের তুলনায় গন্তব্যে যেতে অধিক সময় লেগেছে।যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।তাছাড়া মিল বাজার সংলগ্ন রাস্তার উপরে দুটি ট্রাক বিকলঙ্গ হয়ে পড়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তায় তিব্র যানযটের সৃষ্টি হয়।

অতিরিক্ত ভাড়া অাদায়ের জন্য অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করেছেন।অনতিবিলম্বে এই অতিরিক্ত ভাড়া অাদায় বন্ধের জন্য যাত্রীরা অাশু হস্তক্ষেপ কামনা করছেন।এবং সেই সাথে মিল বাজার সংলগ্ন বিজিবি ক্যাম্পের সামনের রাস্তা দ্রুত সংষ্কারের দাবি জানান।