সাতক্ষীরা দেবহাটায় পুলিশের অভিযানে ২২ পিস ইয়াবাসহ ২ জন আটক

25
সাতক্ষীরায় স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড
সাতক্ষীরায় স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটায় পুলিশের অভিযানে ২২ পিস ইয়াবাসহ ২ জন আটক হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি কাজী কামালের নির্দেশনা মোতাবেক এসআই ইয়ামিন আলী, এসআই রাজীব কুমার, এএসআই আব্দুল গনি, এএসআই শামীম হোসেন, এএসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সখিপুর এলাকা থেকে দক্ষিণ সখিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও উপজেলার মাঝপারুলিয়া গ্রামের আকবর আলী খাঁর ছেলে জামাল আলী খাঁ (৩৫) কে ২২ পিস ইয়াবাসহ আটক করেন।

আটককৃতদের বিরুদ্ধে দেবহাটা থানার এসআই রাজিব কুমার বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং-১৪। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।