সাতক্ষীরা জেলা সমিতির মিলন সন্ধ্যা অনুষ্ঠিত

46
লাল সবুজের কথা

শুক্রবার সন্ধ্যায় পশ্চিম পান্থপথ কেপিআর রেস্টুরেন্টে সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার উপদেষ্টা মন্ডলী ও কার্যনির্বাহী  পরিষদের মিলন সন্ধ্যা অনুষ্ঠত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিতসংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।

সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেনএনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, মাহমুদা খানম পাপড়ী, প্রকৌশলী আব্দুল কাসেম, আব্দুল আজিজ, শেখ নজরুলইসলাম, ডা. আব্দুল জলিল, এড. সরোয়ার আয়েনউদ্দিন আহমেদ ও আ. হ. ম তারেক উদ্দীন।

সমিতির সাধারণ সম্পাদক এড. শহিদুলহকের সঞ্চলনায় এবং সভাপতি রেজোয়ান খান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সহ–সভাপতি ইকবাল মাসুদ, ডা. রুবি খানমসহ সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার সকল কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

আলোচনায় বক্তারা সাতক্ষীরা জেলার বিভিন্ন উন্নয়ন এবংসাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের মানোন্নয়নসহ মোট ১৪ দফা পরিকল্পনা তুলে ধরেন।