মো : আজিজুল ইসলাম(ইমরনা): ভোমরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আব্দুর রশিদ(৪০) এবং পাটকেলঘাটা থানাধীন খলিষখালী ওয়ার্ড জামায়াতের সভাপতি সাজ্জাদ হোসেন (৫০) ও ১১ জন জামায়াত কর্মীসহ পুলিশের অভিযানে সর্ব মোট ৬৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত সাতক্ষীরা জেলার ৮টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
অভিযানকালে ২০৫গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ । আটককৃতদের মধ্যে-সাতক্ষীরা থানা থেকে ১৫ জন, কলারোয়া থানা থেকে ৮ জন, তালা থানা ৭ জন, কালিগঞ্জ থানা ৬ জন, শ্যামনগর থানা ৭ জন, আশাশুনি থানা ৭ জন, দেবহাটা থানা ১ জন, পাটকেলঘাটা থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। ভবিষ্যৎতে এই ধরণের কার্যক্রম অব্যহত থাকবে।