নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসন, অন্যান্য সরকারী দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাথে মত বিনিমিয় করেছেন দুদক মহাপরিচালক মাহমুদ হাসান। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মতবিনিময় করেন।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুদক যশোরের উপ-পরিচালক ও খুলনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ আব্দুল গফফার, সমন্বিত জেলা কার্যালয় খুলানার উপ-পরিচালক মোঃ আবুল হোসেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সিভিল সার্জন ডাঃ তাওহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মইন উদ্দীনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।
দুদক মহাপরিচালক মাহমুদ হাসান বলেন পারিবারিক ভাবে দুর্নীতি বিরোধী মানসিকতা তৈরী করে সততার পথে সকলকে এগিয়ে নিতে হবে। দুর্নীতিকে দূর করতে চাইলে আগে নিজে এর থেকে সরে যেতে হবে। সমাজ পরিবর্তনের আগে নিজে পরিবর্তন হতে হবে। সবাইকে নিয়ে সামনে যেতে হবে। সবার স্বদিচ্ছা থাকলে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন তার জায়গা থেকে তিনি কাজ করে যাচ্ছেন। সাতক্ষীরাতে ইতিমধে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর নামে দুইটি দোকান প্রতিষ্ঠা করা হয়েছে। অরও একটি স্কুলে এই কার্যক্রম পরিচলনা করার কাজ চলছে।
সভায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধ আবু আহমেদ বলেন যুদ্ধে গিয়েছিলাম শুধু একটি পতাকার জন্য না,শুধু পাকিস্থানীদের এদেশ থেকে তাড়াতে না একটি স্বপ্নের সোনার বাংলা দেখার জন্য যা আজও গড়ে ওঠেনি। আমরা চাই সেই সোনার বাংলা গড়তে তাই আমাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্ছার হতে হবে।
তিনি বলেন দেশ নেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ যোষনা করেছেন। আমি সহ আমাদের উচিত এই যুদ্ধে সহযোদ্ধা হিসাবে কাধে কাধ মিলিয়ে কাজ করা। এছাড়া আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সিভিল সার্জন ডাঃ তাওহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মইন উদ্দীনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ সহ আরও অনেকে।