সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

8
সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফয়জুল হক বাবু, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা প্রসাশনের উদ্দ্যোগে ৭ই মার্চ, গনহত্যা ও স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা আয়োজন করা হয়। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনসুর আহম্মেদ, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, জেলা শিক্ষা অফিসার এস.এম. আব্দুল্লাহ আল মামুন, প্রাক্তন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু সহ জেলার বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন।

এসময় সর্বসম্মতিক্রমে ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য, ২৫শে মার্চ গনহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মাসব্যাপি সাতক্ষীর জেলায় বিভিন্ন কর্মসূচির পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।#