সাতক্ষীরা খান এন্ড খান চৌধুরী ফাউন্ডেশ কতৃক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

38
সাতক্ষীরা খান এন্ড খান চৌধুরী ফাউন্ডেশ কতৃক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ইব্রাহী খলিল, সাতক্ষীরা সদর প্রতিনিধিঃ শহীদ খান কে.সি.এফ বৃত্তি প্রকল্পের আওতায় মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার বিকালে শহরের পলাশপোলস্থ কে.সি.এফ’র নিজস্ব কার্যালয়ে খান এন্ড খান চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

সংগঠনের সহ সভাপতি আফরোজার রহমান খান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাপ্তাহিক সূর্যের আলো’র সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, কে.সি.এফ’র সহ সভাপতি ছবিউল ইসলাম খান, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান খান, সহ সম্পাদক তারেকুজ্জামান খান, তৈয়ব হাসান বাবু, কোষাধ্যক্ষ মুস্তাকুর রহমান খান চৌধুরী (দারা), সদস্য আফজাল বারী, মোনায়েম খান চৌধুরী অনু প্রমুখ।

অনুষ্ঠানে খান-চৌধুরী পরিবারের ১৫ জন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয় এবং আগামী দিনে স্বাস্থ্য খাতের মাধ্যমে কে.সি.এফ’র সদস্যদের পরিবারের স্বাস্থ্যসেবা প্রদানে সহায়তার জন্য একটি ‘স্বাস্থ্য ফান্ড’ গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের ইকতিয়ার হোসেন খান চৌধুরী ছট্রু।